ঢাকা, ০৪ নভেম্বর মঙ্গলবার, ২০২৫ || ২০ কার্তিক ১৪৩২
good-food
৩৯০

২৪ ঘন্টায় ৫০  জনের মৃত্যু , শনাক্ত ২,৯২৮ 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:২৪ ২০ জুলাই ২০২০  

২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস সংক্রমণে আরো ৫০  জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন দুই হাজার ৯২৮ জন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে দুই হাজার ৬৬৮ জনের। আর সব মিলিয়ে শনাক্ত হয়েছেন দুই লাখ সাত হাজার ৪৫৩ জন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সরকারি বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য উত্থাপন করেন।

ডা. নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে দেশে আরো ৫০ জনের মৃত্যু হয়েছে। এঁরা ৩৫ জন পুরুষ এবং ১৫ জন নারী। এঁদের বয়স ০ (শূন্য) থেকে ১০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ২০ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে চারজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুইজন এবং ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে দুই হাজার ৬৬৮ জনের।

 যাঁরা মৃত্যুবরণ করেছেন তাঁদের মধ্যে পুরুষ দুই হাজার ১০৪ জন এবং নারী ৫৬৪ জন। আর বয়স বিবেচনায় এ পর্যন্ত যাঁরা মৃত্যুবরণ করেছেন তাঁরা এঁদের বয়স ০ (শূন্য) থেকে ১০ বছরের মধ্যে ১৮ জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে ২৯ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৮০ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৮২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩৮১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭৮৭ জন এবং ষাটোর্ধ এক হাজার ১৯১ জন।

বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় যে ৫০ জনের মৃত্যু হয়েছে তাঁরা ঢাকা বিভাগের ২১ জন, চট্টগ্রাম বিভাগের সাতজন, রাজশাহী বিভাগের পাঁচজন, খুলনা বিভাগের ১০ জন, সিলেট বিভাগের তিনজন, বরিশাল বিভাগের দুইজন এবং রংপুর বিভাগের দুইজন। হাসপাতালে মারা গেছেন ৪২ জন এবং বাসায় আটজন।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর